Live
দিনাজপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির জরুরি সভা

দিনাজপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির জরুরি সভা

২ ঘণ্টা আগে | 46 বার পড়া হয়েছে
মোঃ আসতারুল আলম,দিনাজপুর প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জাতীয়তাবাদী আদর্শের কর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, “আমরা যদি সুশৃঙ্খল অবস্থা বজায় রাখতে না পারি, তাহলে তারেক রহমান বাংলাদেশকে যেভাবে দেখতে চান, সেভাবে নিজেদের প্রস্তুত করতে পারব না।” শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৫টায় দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিনাজপুর সফর উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ডা. জাহিদ হোসেন নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমানের সফর সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দিনাজপুর-২ (বোচাগঞ্জ–বিরল) আসনের বিএনপি প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এবং দিনাজপুর-৩ (সদর) আসনের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে জেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য, বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থী এবং অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Facebook Twitter WhatsApp লিংক কপি প্রিন্ট

মন্তব্য (0)

মন্তব্য করুন

এই নিবন্ধে এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!