আলীকদমে ওয়ার্কশপের ভেতর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

|

আলীকদম(বান্দরবান), ২৬ জুন,২০২৫: আলীকদম উপজেলা সদরের সুলতান ডিলার মার্কেটের একটি ওয়ার্কশপের ভেতর থেকে রিপন দে (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন, ২০২৫) রাত আনুমানিক ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আলীকদম থানাধীন ১নং আলীকদম সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চকরিয়া টু আলীকদম পাকা রাস্তা সংলগ্ন পূর্বপাশে অবস্থিত সুলতান ডিলার মার্কেটের ওয়ার্কশপ দোকানের মালিক ছিলেন রিপন দে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার স্ত্রী পম্পি দে (২৩) ও পাশ্ববর্তী ভাড়াটিয়া সাইফুল ইসলাম দোকানে এসে রিপন দে-কে দোকানের উপরস্থ কাঠের ভীমের সাথে নাইলন রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান।

মৃতের স্ত্রী পম্পি দে এবং পাশ্ববর্তী দোকানদার ও আত্মীয়-স্বজনের সাথে কথা বলে জানা গেছে, রিপন দে ওইদিন সকাল ৮টায় নাস্তা করে বাসা থেকে বের হয়েছিলেন।

সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি দোকানের অস্থায়ী মিস্ত্রি আরফানকে কাজের জন্য ফোনও করেছিলেন। দুপুরে ভাত খাওয়ার জন্য স্ত্রী পম্পি দে বারবার মোবাইল ফোনে কল দিলেও রিপন ফোন রিসিভ করেননি।

একইভাবে বিকেলে ও সন্ধ্যায় একাধিকবার ফোন করেও কোনো সাড়া না পাওয়ায় রাত ১০টার দিকে পম্পি দে সাইফুল ইসলামকে সাথে নিয়ে দোকানে আসেন। তারা দোকানের দরজা ছিটকিনি লাগানোবিহীন অবস্থায় বন্ধ দেখতে পান।

ধাক্কা দিয়ে দোকানের ভেতরে প্রবেশ করতেই তারা রিপন দে-কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং আলীকদম থানায় খবর দেয়।

খবর পেয়ে আলীকদম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

মৃতের পরিচয়:
মৃত রিপন দে (২৭) ছিলেন নারায়ন চন্দ্র দে ও ফারুলি বালা দে-এর পুত্র। তার স্থায়ী ঠিকানা ছিল রঞ্জিত মহাজন পাড়া, ৫নং ওয়ার্ড, ৩নং নয়াপাড়া ইউনিয়ন, আলীকদম, বান্দরবান।

তবে তিনি অস্থায়ীভাবে আলীকদম বাজারের ১নং ওয়ার্ডের ১নং আলীকদম ইউনিয়নের নাছির চেয়ারম্যানের বাসায় বসবাস করতেন।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *