দিনাজপুর মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও পরিচিতিমূলক ক্লাস অনুষ্ঠিত

|

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ৩৪তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ও পরিচিতিমূলক ক্লাস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন ২০২৫) সকাল ১০টায় কলেজের অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সেখ সাদেক আলী।

বক্তব্য দেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ ফজলুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন, ছাত্রাবাসের হোস্টেল সুপার ডাঃ শাহ মোঃ ইসমাইল হোসেন, ছাত্রীনিবাসের হোস্টেল সুপার ডাঃ লায়লা ফেরদৌস ও ডাঃ লিপিকা রানী অধিকারী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ডাঃ আনিকা ফারহা ও প্রভাষক ডাঃ মুহতাত আবিদ।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের পরিচিতি পর্বের পাশাপাশি কলেজ ক্যাম্পাস, বিভিন্ন বিভাগ এবং কলেজের সার্বিক কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের শেষাংশে কলেজের অধ্যক্ষ নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *