মুন্সিগঞ্জ শহরে যুবকের ঘরে মিললো ৫ হাজার পিস ইয়াবা

|

মোঃ দুলাল সরকার মুন্সিগঞ্জ জেলা

মুন্সিগঞ্জ শহরে অভিযান চালিয়ে এক যুবকের ঘর থেকে ৫হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সিগঞ্জ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এসময় মো. মাহিন শেখ ওরফে সামিরকে (২৫) আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে, নিজ বসতঘর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত মোবাইল ফোন।

গ্রেপ্তারকৃত সামির ওই এলাকার বাবুল শেখের পুত্র।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর শিবনাথ কুমার সাহা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। কাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *