দিনাজপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কালিতলা বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

|

দিনাজপুর প্রতিনিধি\  ঈদ-পরবর্তী ঢাকামুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে যৌথ অভিযানে তিনটি পরিবহন প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ জুন) দিনাজপুর শহরের কালিতলা কোচ কাউন্টারে এই অভিযান পরিচালিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


অভিযান চলা কালিন সময় ঢাকা রুটর বাস কাউন্টারগুলোতে টিকিটের মূল্য যাচাই ও তদারকি করেন কর্মকর্তারা। অভিযানে অনেক পরিবহন প্রতিষ্ঠান মূল্য তালিকা প্রদর্শন না করা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করর প্রমাণ মেলে। মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারা অনুযায়ী আহাদ এন্টারপ্রাইজ ও শ্যামলী এন আর ট্রাভেলস-কে ৩হাজার টাকা করে মোট ৬হাজার জরিমানা করা হয়।


এছাড়া, হেরিটেজ এন্টারপ্রাইজ-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী টিকেট তাকার পরও টিকেট না দেয়ায় ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


এছাড়াও অন্যান্য পরিবহনের কাউন্টার গুলোতে সর্তকতাসহ সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার মোঃ ফয়জুর রহমান ফয়েজ এবং আদনান কবির উদয়। এসময় সার্বিক সহযোগীতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলার সহকারী পরিচালক বোরহানউদ্দিন ও বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক জয়নাল আবেদীন।


অভিযানে কর্মকর্তারা যাত্রীদের কাছ থেকে অভিযোগ গ্রহণ করেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পরিবহন কর্তৃপক্ষকে সতর্ক করেন। তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *