দিনাজপুরে সেনাবাহিনীর অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

|

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরে রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। শনিবার (৩১ মে) রাত সাড়ে আটটার দিকে দিনাজপুর গোড় এ শহীদ বড় ময়দান থেকে অভিযান শুরু হয়।

অভিযানটি শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো হয়ে বাহাদুর বাজার পর্যন্ত বিস্তৃত ছিল। অভিযান চলাকালে শহরের হাসপাতাল রোড, মুন্সিপাড়া, নিমতলা, মালদাহপট্টি ও চারু বাবুর মোড় এলাকায় রাস্তার মধ্যে থাকা দোকানপাট ও অস্থায়ী স্থাপনার মালিকদের দ্রুত সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন দিনাজপুর  আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার । তিনি জানান, শহরের জনদুর্ভোগ কমাতে ও যানজট নিরসনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাস্তার ভেতরে থাকা দোকানগুলোর কারণে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

বাহাদুর বাজার এলাকায় অভিযানের সময় সেনাবাহিনী সড়কের ওপর থাকা সকল দোকান ও অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, দীর্ঘদিন ধরেই এসব স্থাপনার কারণে শহরে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। সেনাবাহিনীর এই অভিযান শহরকে অবৈধ দখলমুক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 

Fardin Hasan Dipta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *