
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ দিনাজপুর পৌর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর (সোমবার) রাত ১০টায় দিনাজপুর রেলবাজার গরুহাটি প্রাঙ্গণে জেলা কমিটির সাথে পৌর আহ্বায়ক কমিটির পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় গণঅধিকার পরিষদ দিনাজপুর পৌর কমিটির আহ্বায়ক প্রান্তিক দত্ত দ্বীপ এর সভাপতিত্বে এবং পৌর সদস্য সচিব মোঃ রাজিব চৌধুরী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুনুর রশীদ হিমেল, সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সভাপতি মোঃ শওকত আকবর, সাধারণ সম্পাদক মোঃ রায়হান হিপ্পু, ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসানসহ সদর উপজেলার সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শফিকুল ইসলাম বলেন, “গণঅধিকার পরিষদ দেশের মানুষের অধিকার নিয়ে কাজ করে। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গণঅধিকার পরিষদ কোনো প্রকার তদবির বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত নয়, কোনো চাঁদাবাজিতেও জড়িত নয়। সুতরাং প্রশাসনের কাছে নিবন্ধনপ্রাপ্ত স্বচ্ছ রাজনৈতিক দল হিসেবে সহযোগিতা কামনা করছি।