
মোঃ নাঈম হোসেন পলোয়ান,(জেলা প্রতিনিধি)চাঁদপুরঃ
তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে আমাদের জীবন যেমন অনেক সহজ হয়েছে, তেমনি বেড়েছে ডিজিটাল ঝুঁকিও। সোশ্যাল মিডিয়া, অনলাইন লেনদেন কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত নিরাপত্তা এখন বড় একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে এসেছে দেশের তরুণরা। এমনই একজন তরুণ ফরিদগঞ্জের মাহিন উল হাসান শুভ, যিনি সাইবার নিরাপত্তার মতো জটিল ও জরুরি খাতে কাজ করে অর্জন করেছেন মানুষের আস্থা।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌর এলাকার কৃতিসন্তান মাহিন উল হাসান শুভ। তার শিক্ষাজীবনের সূচনা ফরিদগঞ্জ এ.আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহী শুভ ধীরে ধীরে নিজ প্রচেষ্টায় হয়ে উঠেছেন একজন দক্ষ সাইবার এক্সপার্ট।
বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাইবার প্ল্যাটফর্ম ‘সাইবার ডিপেন্স’-এর পাশাপাশি প্রশাসনের সাইবার সিকিউরিটি ইউনিট-এও যুক্ত হয়ে কাজ করছেন। সোশ্যাল মিডিয়া হ্যাক, বিকাশ-নগদ প্রতারণা কিংবা নিউজ পোর্টাল হ্যাক থেকে মানুষকে রক্ষা করতে তিনি নিয়মিত সহায়তা দিয়ে যাচ্ছেন। ফরিদগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তের বহু তরুণ তার কাজ দেখে অনুপ্রাণিত হচ্ছেন।
শুধু আস্থা অর্জনই নয়, ঘরে বসেই প্রযুক্তির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন মাহিন উল হাসান শুভ।
এ বিষয়ে মাহিন উল হাসান শুভ জানান, শুরুর দিকে শখ থেকেই শেখা শুরু করি। এখন সেটিই পেশায় রূপ নিয়েছে। আমি চাই, ফরিদগঞ্জ সহ দেশের তরুণরা যেন ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতন হয় এবং এই খাতে কাজ করে নিজের মতো করে গড়ে ওঠে।ফরিদগঞ্জের তরুণরা কেউ শিখতে চাইলে আমি সর্বোচ্ছ সহযোগিতা করবো।
তাকে ঘিরে এখন গর্বিত তার পরিবার, বন্ধু-বান্ধব ও প্রতিবেশিরা। অনেক তরুণই তার সঙ্গে যোগাযোগ করছেন সাইবার সিকিউরিটি শিখতে।
বর্তমান সমাজে যখন প্রযুক্তির অপব্যবহারও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে, তখন মাহিন উল হাসান শুভদের মতো তরুণরা নিঃসন্দেহে এক আলোকবর্তিকা।