
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৫৫ কোটি ৯ লাখ ৫১ হাজার ২২৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত বাজেট অধিবেশনে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক খাদিজা আক্তার।
বাজেট অধিবেশনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সেসময় প্রশাসক খাদিজা আক্তার বলেন, “জনগণের মৌলিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। উন্নয়নমূলক খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”
বাজেটে পৌরসভার অবকাঠামো উন্নয়ন, রাস্তা-ঘাট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, পানি সরবরাহ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা খাতের উন্নয়নের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া আয় ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
অধিবেশনে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে বাজেট বাস্তবায়ন করা গেলে শহরের নাগরিক সুবিধা অনেকাংশে উন্নত হবে।
উল্লেখ্য, মহেশপুর পৌরসভা ঝিনাইদহ জেলার একটি গুরুত্বপূর্ণ পৌরসভা। সীমান্তবর্তী এ অঞ্চলে অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়ানোর দাবি দীর্ঘদিনের। প্রশাসকের নেতৃত্বে এবারের বাজেট সেই দাবি পূরণে ভূমিকা রাখবে বলে আশা স্থানীয়দের।