সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টে ফুটপাতের জায়গা দখল নিয়ে মারামারি আহত ৩

|

রিপোর্ট শফিকুল বারি সুনামগঞ্জ
সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে শহীদ মিনারের সামনে সড়কের ফুটপাত দখল নিয়ে দুই পক্ষের মারামারিতে ৩ জন চুরিকাহত হয়ে গুরুতর আহত হয়েছে। আহত ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন শহীদ মিনারের সামনে ফুটপাতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন মুক্তিযুদ্ধার সন্তান সুহেল ও রুহেল নামের দুই সহোদর। কিছুদিন ধরে সুহেল—রুহেলের অনুপস্থিতিতে ফুটপাত দখল করে ফলের ব্যবসা করছিলেন আল আমিন নামের একজন। এ নিয়ে আল আমিনের সাথে সুহেল-রুহেলের কথা-কাটাকাটি হয় বৃহস্পতিবার রাতে। এর জেরে শুক্রবার বিকেলে ট্রাফিক পয়েন্টে আল আমিনের দুই ভাই ঈসমাইল ও বিল্লালের সাথে সুহেলের মারামারি হয়। এক পর্যায়ে দুই পক্ষ চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। পরে আশপাশের মানুষ তাদেরকে নিবৃত্ত করে সদর হাসপাতালে প্রেরণ করে। পরে তাদের ৩ জনকে সিলেটে পাঠানো হয়। এর মধ্যে ইসমাইলের অবস্থা আশংকাজনক।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, খবর পাওয়ার পর আমি ঘটনাস

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *