প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতরে দাবিতে এনসিপি মালয়েশিয়া চ্যাপ্টারের সংবাদ সম্মেলন।

|

ভোটাধিকার কোন অনুগ্রহ নয়, এটি প্রত্যেক নাগরিকের জন্মগত অধিকার ও সাংবিধানিক অধিকার এই স্লোগানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মালয়েশিয়া চ্যাপ্টারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ জুন মালয়েশিয়ার কয়ালালামপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন ভোটাধিকার একটি মৌলিক অধিকার। এখনও বিশ্বের প্রায় ২ কোটির বেশি প্রবাসী বাংলাদেশি, যার মধ্যে মালয়েশিয়াতেই প্রায় ২০ লাখ প্রবাসী বসবাস করছে। যারা ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশিরা শুধু রেমিট্যান্স প্রেরণ করেই দেশের অর্থনীতিকে সচল রাখছেন না-তারা দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও সরাসরি ভূমিকা রাখছেন।

বক্তারা আরো বলেন, ২০২৪ সালের ‘রেমিট্যান্স শাটডাউন’ কর্মসূচিতে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ ছিল এই জাতীয় সচেতনতার অন্যতম প্রমাণ।

তবুও, দুঃখজনকভাবে, আজ এই বিশাল জনগোষ্ঠী বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। এটি গণতন্ত্রের সঙ্গে এক ধরনের নিষ্ঠুর পরিহাস, যা সংবিধানের মৌলিক চেতনাকেই প্রশ্নবিদ্ধ করে।

এসময় উপস্থিত ছিলেন রওশন আলম, মোহাম্মদ আল আমীন, শহিদুল ইসলাম, দাউদ ইসলাম ভূইয়া, বশির আহমেদ আলম, রায়হান হোসেন, আরিফুল ইসলাম, মোহাম্মাদ ইমন, তুহিন হোসেন, মুরাদ হোসেন, হাবিবুর রহমান, মামুনুর রশিদ, বেলায়েত হোসেন, মুশফিকুর রহমান ও সাহাদাত আলম

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *