দিনাজপুর বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩ হাজার ৮৩২ জন 

|

দিনাজপুর প্রতিনিধিঃ চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২১৩টি পরীক্ষা কেন্দ্রে ৬৬১টি কলেজের মোট ১ লাখ ৩ হাজার ৮৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

সারাদেশের মতো আগামী ২৬ জুন ২০২৫ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন রংপুর বিভাগের ৮ জেলার এই বিপুল সংখ্যক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী। তিনি জানান, এবারের পরীক্ষায় ১ লাখ ৩ হাজার ৮৩২ জন শিক্ষার্থীর মধ্যে ৪৯ হাজার ৩৬০ জন ছেলে ও ৫৪ হাজার ৪৭০ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। মোট পরীক্ষার্থীদের মধ্য বিজ্ঞান বিভাগ থেকে ২৫ হাজার ৪০৫ জন, মানবিক বিভাগে ৭১ হাজার ১৩০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭ হাজার ২৯৫ জন এবং সংগীত শিক্ষায় ২ জন পরীক্ষার্থী সহ মোট একলাখ তিনহাজার ৮৩২ জন পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, নিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ৮৭ হাজার ৩৯০ জন, অনিয়মিত পরীক্ষার্থী ১৬ হাজার ৩১১ জন এবং দ্বিতীয়বার পরীক্ষার্থী ১৩১ জন।

এ বছর শান্তিপূর্ণ, নকলমুক্ত এবং ত্রুটিমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে দিনাজপুর শিক্ষা বোর্ড বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম জানান, ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, যাতে পরীক্ষা কেন্দ্রসমূহে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কলেজ শিক্ষকদের সমন্বয়ে গঠিত নিয়মিত ভিজিলেন্স টিম ছাড়াও বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ৭টি ঝটিকা ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এসব টিমগুলো প্রতিনিয়ত কেন্দ্র পরিদর্শন করবে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে দিনাজপুর শিক্ষা বোর্ড ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আশা করছি, এবার পরীক্ষার পরিবেশ সর্বোচ্চ মানের হবে।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *