
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর বৈদেশীরহাটে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।
শনিবার (২১ জুন ২০২৫) বিকেল ৫টায় দিনাজপুর জেলার চিরিরবন্দরেউপজেলা ও সদর উপজেলার মিলন স্থল বৈদেশীরহাট আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন দুই উপজেলার হাজারো মানুষ।

বৈদেশীর হাট এবং সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের উলটগাঁও সংলগ্ন নদীর দুই পাড়ে স্থানীয়রা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত সেতু নির্মাণের দাবি জানান এবং আরও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন।