বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের ছোট ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ সভা 

|


মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে ভোটগণনা শেষে উপজেলা বিএনপির কর্মীদের হামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আজ রবিবার (১৩ জুলাই) বিকাল ৫টায় বিএনপির কাউন্সিলরগণ একটি বিক্ষোভ মিছিল বেড়ে হয়ে লাহিড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাহিড়ী বাজারের চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি মিঞা মো: হাবিবুল্লাহ বাবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর,  লাহিড়ী অঞ্চল ছাত্রদলের সভাপতি মাসুদ রানা, ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি আজমীর জামান প্রমুখ।

সমাবেশে বক্তারা উল্লেখ করে বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে ভোটগণনা শেষে উপজেলা বিএনপির অপর পক্ষের কর্মীদের হামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনসহ জেলা নেতাদের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ দোষীদের ভিডিও ফুটেজে মাধ্যমে সনাক্ত করে আইনের আওতায় নিতে ও ভোট পূর্ণ গণনা এবং বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির  সভাপতি পদে প্রার্থী আবু হায়াত নুরুন্নবীকে সভাপতি হিসেবে ঘোষণা করতে জেলা নেতাদের নিকট জোড় দাবী জানিয়েছন।

উল্লেখ্য যে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের ওপর হামলা করেছেন দলের বিক্ষুব্ধ কর্মীরা। তিনি আহত না হলেও তাঁর গাড়ির সামনের ও পেছনের কাচ ভেঙে গেছে। গত শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টায় বালিয়াডাঙ্গী সমিরউদ্দীন স্মৃতি কলেজ মাঠে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলন শেষে এ ঘটনা ঘটে। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

উল্লেখ্য যে, ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে গত শনিবার দুপুর আড়াইটা থেকে একটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করে ফেরার সময় মির্জা ফয়সল আমীনের দিকে লক্ষ করে চেয়ার ছুড়ে মারেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এতে তাঁর প্রাইভেট কারের সামনের ও পেছনের কাচ ভেঙে দেয়। দ্রুত তাঁকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এ সময় বিএনপির ৬ কর্মী আহত হন। তাদেরকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্মেলনে গোপন ব্যালটে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি পদে ভোট হয়। আবু হায়াত নুরুন্নবী ও এ্যাডভোকেট সৈয়দ আলম সমানসংখ্যক—২৪২টি করে ভোট পান। যাচাই করে সৈয়দ আলম ও তার সমর্থকরা এ ঘোষণা না মানায় এক পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ জেলা নেতাদের উপর হামলা ও গাড়ী ভাংচুর করার অভিযোগ তুলেন।

এ প্রসঙ্গে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী আবু হায়াত নুরুন্নবী বলেন, ‘সম্মেলনের ফলাফলের জেরে অপর পক্ষের কিছু কর্মী উত্তেজিত হয়ে ওঠেন। হামলাকারীদের পরিচয় ভিডিও ফুটেজে নিশ্চিত হয়েছি। এটি একটি নেককারজনক ঘটনা ঘটিয়েছে যা উপজেলা বিএনপি কলঙ্ক অধ্যায় হয়ে থাকবে। জেলা নেতাদের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

অপরদিকে গতকাল রবিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক জরুরী সভার মধ্যে দিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দায়িত্ব প্রাপ্ত সভাপতি পয়গাম আলী বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনে ভোট গণনা শেষে জেলা নেতাদের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল স্থগিত করা হয়েছে। এখন থেকে তিনি একমাত্র বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

GBC News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *