
চুয়াডাঙ্গা সংবাদাতাঃ
চুয়াডাঙ্গা শহরের পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ায় পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাঙচুর, মারধর ও হুমকির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোঃ জব্বারুল ইসলাম (৪৭), পিতা-মৃত জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৬ জুন ২০২৫ তারিখ বেলা ১১ টার দিকে তার আপন ভাই জিয়াউল ইসলাম জোয়ার্দ্দার (৫০), জয়নুল ইসলাম জোয়ার্দ্দার (৪৮), বোন মাছাঃ নাসরিন আক্তার স্বপ্না (৪৯) এবং সৎমাতা হোসনে আরা খাতুন (৬৫) মিলে বহিরাগত ১৪-১৫ জন লোক নিয়ে তার বসত ঘরে হামলা চালান।
হামলাকারীরা তার বাড়ির বিভিন্ন আসবাবপত্র থালা-বাসন থালার রেক, গ্যাসের চুলা, রাইস কুকার, চাল-ডালের ড্রাম ইচ্ছাকৃতভাবে ভাঙচুর করে।
এ সময় তারা পানির মটর ও বেসিনসহ ঘরের স্থাপনাগুলো খুলে নিয়ে যায়, যার ফলে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
জব্বারুল ইসলাম আরো জানান, হামলাকারীরা তার ঘরে আগুন লাগানোরও চেষ্টা করে। প্রতিরোধ করতে গেলে তার স্ত্রী শরিফা খাতুন এবং কন্যা জান্নাতুল ফেরদৌস কে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এবং তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি বলেন, “আমরা সবাই পৈত্রিক সূত্রে পাওয়া বসতভিটায় পৃথকভাবে বসবাস করে আসছি। কিন্তু অভিযুক্তরা আমাকে উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত এবং দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।”
তিনি আরো অভিযোগ করেন, পারিবারিক সূত্রে প্রাপ্ত মাঠের প্রায় ছয় বিঘা জমি দীর্ঘদিন ধরে লিজ দেওয়া হলেও সেই লিজ বাবদ প্রাপ্য অর্থ তাকে দেওয়া হচ্ছে না।
কয়েকবার টাকা চাইতে গেলে ঘটেছে অপ্রীতিকর ঘটনা এবং বাঁধে সংঘাত।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম ও লাভলু সহ একাধিক ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের কাছে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোন সাড়া দেননি।
এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন জব্বারুল ইসলাম!