নরসিংদী পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন ওরুফে দেলু ডাকাত এখনো বহাল তবিয়তে আছেন। দেশ-বিদেশে করছেন বিলাসবহুল জীবন-যাপন।
স্থানীয়রা জানান, অভাব অনটনে বড় হওয়া ছিচকে চোর থেকে ডাকাত এরপর নেতা বনে যাওয়া দেলু গত ১৫ বছর আওয়ামী শাসন আমলে শতশত কোটি টাকার মালিক হয়েছেন। দেলুর নেতৃত্বে বিএনপির ইফতার মাহফিলে হামলা হয়েছিলো। যুবদল,ছাএদল ও বিএনপির নেতা-কর্মীরা তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বছরের পর বছর এলাকা ছাড়া থাকতে হয়েছিলো।
দেলু ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের নৌকার মাঝি মো. সুরুজ আলীর ছেলে। পলাশ, কালীগঞ্জ, রুপগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে হত্যা, রাহাজানি, ডাকাতি, চাঁদাবাজি ও দুদকের মামলাসহ তার বিরুদ্ধে মামলার সংখ্যা প্রায় অর্ধশত।
৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর স্থানীয় বিএনপি নেতাদের সাথে আতাত করে এলাকা থেকে নিরাপদ স্থানে চলে যায় দেলু। এরপর পারি জমায় বিদেশে। কখনো কলকাতা, কখনো সিঙ্গাপুর কখনোবা মালোশিয়া দেখা যাচ্ছে তাকে। আর এসব স্থানের জানান দিচ্ছেন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
কুখ্যাত দেলু ডাকাতকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে আইন প্রয়োগকারী সংস্থার উদ্ধতন কতৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।
